রাত শেষে দিনেও আতঙ্কের জনপদ হয়ে উঠেছে নরসিংদী, বাড়ছে ছিনতাই
সুখবর আর উন্নয়নের মাঝে মাঝে সমাজের কিছু কালো ছায়া উঁকি দেয়। ঠিক তেমনই এক গভীর উদ্বেগের খবর আসছে নরসিংদী থেকে। দিনের আলো নিভে গেলেই এ জনপদ পরিণত হয় এক অনিরাপদ রাজ্যে। রাতের পাশাপাশি এই আতঙ্ক কখনো ভর করছে দিনের আলোতেও। কেন এই আতঙ্ক? আর শহরের কোন কোন এলাকা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে?