ভারী বর্ষণে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি
শীত মৌসুমে অনাকাঙ্ক্ষিত ভারী বর্ষণের কারণে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাইল্যান্ডে প্রাণ গেছে ৮ জনের। ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের অন্তত ৭ লাখ বাসিন্দা। গেলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা কবলিত মালয়েশিয়ার ৮ অঞ্চলে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা।