নতুন বছরেও লোকসানে সিলেটের পর্যটন খাত, ক্ষতিগ্রস্ত আঞ্চলিক অর্থনীতিও
নতুন বছরে আশার খবর নেই সিলেটের পর্যটনে। অন্যবারের চেয়ে এবার পর্যটক কম থাকায় বিপুল লোকসানে পর্যটন খাত। ব্যবসায়ীদের দাবি-পর্যটন নিয়ে দায়িত্বশীলদের খামখেয়ালিতে পিছিয়ে পড়ছে পর্যটন ব্যবসা। যার নেতিবাচক প্রভাব পড়ছে আঞ্চলিক অর্থনীতিতেও।