বিপর্যস্ত বানভাসিদের প্রাথমিক খাদ্য সহায়তার প্রধান উপকরণ শুকনো খাবার। এ শুকনো খাবারের মধ্যে অন্যতম চিড়া। চলমান বন্যা পরিস্থিতিতে বেড়েছে চিড়ার চাহিদা। কারখানাগুলোতেও বিরামহীন কর্মযজ্ঞ। তবে, সেখানেও এক ধরনের অসাধু ব্যবসায়ীরা বস্তাপ্রতি দাম বাড়িয়েছে ৭৫০ টাকা পর্যন্ত।