চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। গত কিছুদিন ধরে ওয়াসার এমডির পদত্যাগসহ প্রায় ১২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ওয়াসা ভবনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে একটি সংগঠন। অনিয়ম-দুর্নীতি ও বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি স্থানীয় সরকার বিভাগের নজরে আসে। গঠন করা হয় ৩ সদস্যের তদন্ত টিম। শনিবার (৯ সেপ্টেম্বর) অভিযোগ তদন্তে চট্টগ্রাম ওয়াসায় যায় তারা।