গাড়িতে উঠলেই অনেকের বাজে গন্ধ, ধোঁয়ার গন্ধ বা পেট্রোল-ডিজেলের গন্ধে বমি বমি ভাব আসতে পারে। মাটি হয়ে যেতে পারে বেড়ানোর আনন্দ। বাস, ট্রেন, বিমান, জাহাজ কিংবা লঞ্চের মতো কোনো পরিবহনে ভ্রমণ করলে বমি বমি ভাব কিংবা বমি হওয়া, মাথা ঘোরানোসহ শরীরে যে ধরনের অস্বস্তি হয় তাকেই মোশন সিকনেস বলা হয়। অর্থাৎ মুভমেন্টের কারণে যে অসুস্থতা সেটিই মোশন সিকনেস।