বৈশাখের পোশাকের রং কেন লাল-সাদা?
চারদিকের সাজসজ্জা আর প্রস্তুতিই জানান দিচ্ছে বাংলা নববর্ষের। প্রকৃতির সাজে আর খেয়ালে বর্ষবরণের আমেজ ছড়িয়ে পড়েছে। আর সেই সাথে পোশাকের বর্ণিল ছোঁয়াও থাকবে নববর্ষের সাজে। বৈশাখ নিয়ে আপনার আয়োজনের কথা আসলে সবার প্রথমেই আসবে পোশাকের কথা।