ইসরাইলি গণমাধ্যমে 'মার্চ ফর গাজা' কর্মসূচি
বাংলাদেশে অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা' কর্মসূচির খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। গতকাল (শনিবার, ১২ এপ্রিল) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই বিক্ষোভের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছে খোদ ইসরাইলি গণমাধ্যমও। পশ্চিমা বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় এক লাখ মানুষ।