শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন কাল। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটি কার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে সেই প্রতিক্ষায় প্রহর গুনছেন ১ কোটি ৭১ লাখ ভোটার। বুধবার শেষবারের মতো নির্বাচনী প্রচারে অংশ নেন বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টিসহ প্রধান বিরোধীদলের হেভিওয়েট নেতারা। পর্যবেক্ষকরা বলছেন, 'বিগত নির্বাচনের তুলনায় এবার সহিংসতার ঘটনা কম চোখে পড়ছে।'