‘দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি’
৫ আগস্টের পর দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি। এরই ধারাবাহিকতায় যেকোনো ক্রান্তিকালে বিএনসিসি দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরে, সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ট্রেনিং একাডেমি উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।