পূর্বাচলের ৩০০ ফিট সড়ক যেন মরণফাঁদ!
রূপগঞ্জের পূর্বাচল উপশহরের দৃষ্টিনন্দন ৩০০ ফিট সড়কে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। এতে স্থানীয়দের মধ্যে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। স্থানীয়রা জানান, এ সড়কে দিনের তুলনায় রাতে দুর্ঘটনার হার বেশি। রাত গভীর হলেই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বেপরোয়া গতির প্রতিযোগিতা শুরু হয়। এ অনিয়ন্ত্রিত রেসিংয়ের কারণেই প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ।