শহুরে জীবন থেকে হারিয়ে যাচ্ছে হালখাতা
নববর্ষের দিন দেশজুড়ে পালিত হয় পয়লা বৈশাখ, একই সঙ্গে ব্যবসায়ীরা উদযাপন করেন হালখাতা। তবে ঢাকঢোল পিটিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হলেও হারাতে বসেছে হালখাতার সংস্কৃতি। বাঙ্গালির চিরচেনা এ ঐতিহ্য শহর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। করোনার পর থেকে তা রূপ নিয়েছে শুধু নিয়মরক্ষার ঐতিহ্যে।