হামলার-প্রতিবাদ
আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ছাত্র-জনতার বিক্ষোভ
আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্র-জনতা। সমাবেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা।
আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
অবিলম্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল শেষে এই দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাষ্ট্রপতি জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনাকে পুনর্বাসন করার চক্রান্ত কোনোভাবেই সফল হবে না।