উর্ধমূখী বাজারে নিত্যপণ্যের মূল্য স্বল্পআয়ের মানুষের নাগালে রাখতে রাঙামাটিতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্স। আলু, পেঁয়াজ ডিমসহ ১০টি সবজি ন্যায্যমূল্যে খোলা বাজার শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে বাজারের আওতা বৃদ্ধি আর পণ্যের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন ভোক্তারা।