স্প্যানিশ সুপারকাপ: রাফিনহার জোড়া গোলে ইতিহাস গড়ে বার্সার জয়
স্প্যানিশ সুপারকাপে ইতিহাস গড়ে ফাইনালে বার্সেলোনা। আসরে প্রথম কোনো দল হিসেবে সেমির প্রথমার্ধে ৪ গোল করার রেকর্ড বার্সার। ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাতলেটিক বিলবাওকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিনিয়ান ফরোয়ার্ড রাফিনহা।