নতুন হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। শব্দের চেয়ে ১২ গুণ দ্রুতগতিতে ছোটা মিসাইলটির ইঞ্জিনে কার্বন ফাইবার কম্পোজিট ব্যবহারের দাবিও করেছে পিয়ইয়ং। উত্তর কোরিয়ার এমন কার্যকলাপের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পিয়ংইয়ংকে স্পেস ও স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করছে মস্কো।