স্নাইপার বন্দুক নয়, ট্রাম্পকে হত্যাচেষ্টায় এআর-ফিফটিন রাইফেল
কোন স্নাইপার বন্দুক নয়, ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় ব্যবহার করা হয় 'এআর-ফিফটিন' সেমি অটোমেটিক রাইফেল। এই আগ্নেয়াস্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যুক্তরাষ্ট্রেই। দেশটির ৯টি শহরে নিষেধাজ্ঞা রয়েছে এই আগ্নেয়াস্ত্র ব্যবহারের। যদিও এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশ জনগণের কাছে রয়েছে এআর-ফিফটিন ধরনের রাইফেল। এদিকে ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন তার ভক্ত ও নিউইর্য়কবাসী।