রিফারবিশড পিক্সেল স্মার্টফোন বিক্রি শুরু করেছে গুগল। এ বিষয়ে প্রথম জানতে পারে ভার্জ। এখন থেকে পিক্সেল ৬, ৬এ এবং পিক্সেল ৭ রিফারবিশড স্মার্টফোন গুগল স্টোর থেকে কেনা যাবে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।