কোহলিই সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার: স্টিভ ওয়াহ
অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহর চোখে বিরাট কোহলিই সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার। ক্রিকেটে ‘সর্বকালের সেরা’ নিয়ে বিতর্ক সবসময়ই ছিল। ক্রিকেটে আবার তিনটি সংস্করণ থাকায় এ বিতর্ক আরও বিস্তৃত। কে সেরা টেস্ট খেলোয়াড়, কে সেরা টি–টোয়েন্টি ক্রিকেটার, আর কে সেরা ওয়ানডে ব্যাটার—এ প্রশ্নের জবাবে একমত হওয়া কঠিন।