রোববার লাস ভেগাসে বসবে সুপার বোল পার্টি
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার বসতে যাচ্ছে কোটি টাকার সুপার বোল পার্টি। আমেরিকার ফুটবল খ্যাত এ খেলা সামনে বসে দেখতে দর্শককে প্রতি টিকিটের জন্য খরচ করতে হবে প্রায় ১০ লাখ টাকা। সাড়ে ৩ লাখ মানুষের সমাগম হবে লাস ভেগাসে।