আগামী সপ্তাহে সুদহার বাড়াতে পারে ব্যাংক অব জাপান
আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে ব্যাংক অব জাপান (বিওজে)। সম্প্রতি ব্যাংকটির ডেপুটি গভর্নর রিয়োজো হিমিনো জানান, কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে সুদহার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পাবে। তিনি বলেন, অর্থনৈতিক পূর্বাভাসের ভিত্তিতে আগামী ২৩ ও ২৪ জানুয়ারির বৈঠকে সুদহার বাড়ানো হবে কি না তা নিয়ে আলোচনা হবে।