অস্ট্রেলিয়ায় চলছে তীব্র তাপপ্রবাহ; জারি হয়েছে দাবানল সতকর্তা
পৃথিবীর উত্তর গোলার্ধে যখন শীতের তাণ্ডব, তখন দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। জীবন অতিষ্ঠ করে দেয়া গরম ছাড়াও চোখ রাঙাচ্ছে দাবানল আতঙ্ক। ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে ৩ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ছে আগুনে। দেশের অধিকাংশ এলাকায় জারি হয়েছে সর্বোচ্চ দাবানল সতকর্তা। বন্ধ ঘোষণা করা হয়েছে ৪ শতাধিক স্কুল। তীব্র এ গরমে একটু স্বস্তির আশায় সুইমিং পুল ও সাগরে ছুটছেন স্থানীয়রা।