নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে ভেসে উঠেছে দুই পর্যটকের মরদেহ। তারা হলেন চট্টগ্রাম শহরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) ও তার খালাতো ভাই প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।