বাংলাদেশে সিয়েরা লিওনের চিফ ডিফেন্স স্টাফ ও জাম্বিয়া মিলিটারি কমান্ড্যান্ট
সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকোউ লাভাহুন ও জাম্বিয়া মিলিটারি ট্রেনিং ইস্টাবলিশমেন্টের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হেডন মুইলু বাংলাদেশে সরকারি সফরে এসেছেন।