গাজায় গণহত্যা আরো বাড়িয়েছে ইসরাইল
সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর গাজায় গণহত্যা আরো বাড়িয়েছে ইসরাইল। একদিনেই উপত্যকায় ৭১ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতেই যুদ্ধবিরতি নিয়ে আশার বাণী দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ইসরাইল, এখন শুধু হামাসের জবাবের অপেক্ষা। কিন্তু গাজায় ইসরাইলি বন্দিদের মুক্তির বিষয়ে সরকার উদাসীন, এমন দাবি করে তেল আবিবে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ করেছেন ইসরাইলের সাধারণ মানুষ।