সিমকার্ড নিয়ে নতুন সিদ্ধান্তে সরকার, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন জানবেন যেভাবে
আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে বর্তমানে কয়টি সিম নিবন্ধিত রয়েছে, তা জানা এখন আগের চেয়ে অনেক সহজ। গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক—যে অপারেটরই ব্যবহার করুন না কেন, খুব সহজেই আপনার নামে থাকা সিমের সংখ্যা (Registered SIM check) যাচাই করে নিতে পারেন। বিশেষ করে সিম জালিয়াতি রোধে এই তথ্যটি জেনে রাখা এখন অত্যন্ত জরুরি।