আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার রাতে শহীদ আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিলে ছাত্রনেতারা বলেন, সব শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া দেশকে যেকোনো মূল্যে ফ্যাসিবাদ মুক্ত করা হবে বলেও অঙ্গীকার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।