পারস্পরিক প্রণয়-সম্প্রীতি বাঙালি সংস্কৃতির মূল অনুষঙ্গ
ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, আবহমান কাল থেকেই বাংলাদেশের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতির সদ্ভাব বজায় রয়েছে। তিনি আরও বলেন, পারস্পরিক প্রণয়, আনুকূল্য, মিত্রতা, সখ্যতা ও সৌহার্দ্য-সম্প্রীতি বাঙালি সংস্কৃতির মূল অনুষঙ্গ হয়ে উঠেছে।