ডেভিড কপারফিল্ড - আপাদমস্তক একটি জাদুঘর!
“ছু মন্তর ছুহ!” – ম্যাজিক বা জাদুর বহু পুরোন মন্ত্র। জাদু বলতে অনেকের মনেই নেতিবাচক কিছু আসে। একসময় জাদু ছিল বিনোদনের বড় মাধ্যম। টিভি ম্যাগাজিন বা বিনোদনমূলক অনুষ্ঠান জাদু ছাড়া ছিল অপূর্ণ। শহর কিংবা গ্রামে একক জাদু বা ‘ম্যাজিক শো’-ও ছিল জনপ্রিয় ইভেন্ট। জাদুপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি নাম ডেভিড কপারফিল্ড। কোথায় আছেন বিখ্যাত এই জাদুকর?