সরিষা ফুলে মৌমাছির গুনগুনে মুখর জামালপুর, মধু আহরণে ব্যস্ত মৌচাষিরা
জামালপুরে দিগন্তজোড়া মাঠজুড়ে সরিষা ফুলের হলুদ রঙে যেন উৎসবের আমেজ। গুনগুন শব্দে মুখর পরিবেশে মৌমাছির দল ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত। এই মৌসুমে সরিষা ফুলের মধু আহরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার মৌচাষিরা। তবে তারা বলছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও স্বল্প সুদের ঋণ সহায়তা পেলে বাণিজ্যিকভাবে মধু উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।