আরডুইনো অধিগ্রহণ করলো কোয়ালকম
ইতালির নন প্রফিট ফার্ম আরডুইনো অধিগ্রহণ করেছে সান ডিয়েগো-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি কোয়ালকম। আরডুইনো মূলত রোবট বা ইলেকট্রনিক গ্যাজেটের প্রোটোটাইপের জন্য হার্ডওয়্যার ও সফ্টওয়্যার তৈরি করে। গত (মঙ্গলবার, ৭ অক্টোবর) আরডুইনো ও কোয়ালকমের মধ্যে এ চুক্তি হয়।