টানেল সুড়ঙ্গে সঙ্গীত উৎসব; গানে গানে বিশ্ববাসীকে শান্তির বার্তা
তাইওয়ানের জনপ্রিয় দর্শনীয় স্থান কিনমেন প্রদেশের ঝাইশান টানেল। এ সুড়ঙ্গে আয়োজন করা হয় সঙ্গীত উৎসবের। উজ্জ্বল আলোয় সুড়ঙ্গের ভেতরে নৌকায় ভেসে বাদ্যযন্ত্র নিয়ে সঙ্গীতে মেতে ওঠেন শিল্পীরা। গানের মাধ্যমে বিশ্ববাসীকে দেয়া হয় শান্তির বার্তা। দুইদিনের উৎসবে যোগ দেয় শত শত দর্শনার্থী।