মায়ের হাত ধরে হাঁটছিল ইয়াহিয়া, প্রাণ নিল মাইক্রোবাস
মায়ের আঙুল ধরে হেঁটে হাসিমুখে বাড়ি ফিরছিল নয় বছরের ছোট্ট ইয়াহিয়া। বাড়ির উঠোনে ছুটে যাওয়ার স্বপ্ন ছিল চোখে। কিন্তু মাইক্রোবাসের চাপায় মাঝপথেই থেমে গেল তার যাত্রা। মায়ের আঙুল থেকে ছিটকে গড়িয়ে গেল ইয়াহিয়ার নিথর দেহ।