বৃষ্টিতে বিপাকে ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা
বৃষ্টিতে চামড়া নিয়ে বিপাকে ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীরা। লবণ দিয়ে আড়তে স্তূপ করে রাখা চামড়া পানিতে নষ্ট হওয়ার শঙ্কা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া কিনে না ট্যানারি মালিকরা। সিন্ডিকেট করে দু'একটি ট্যানারি আসে চামড়া কিনতে।