লেবানন-ইসরাইল
১১ মাসে ইসরাইলি হামলায় ১০ শীর্ষ নেতা নিহত, প্রতিশোধের হুংকার তেহরানের
তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরাইলকে উপযুক্ত শিক্ষা দেয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার পর আবারও প্রতিশোধের হুংকার তেহরানের। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের সাথে সরাসরি বড় ধরনের সংঘাতে জড়ানোর আশঙ্কা থাকায় ইসরাইলে হামলার আগে ইরানকে অন্তত দু'বার ভাবতে হবে।
![চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হিজবুল্লাহ](https://images.ekhon.tv/HEZBOLLAH ATTACK-1-320x180.webp)
চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হিজবুল্লাহ
আঘাতে বিপর্যস্ত, অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্যে শত্রু-বন্ধু বোঝা দায়। পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ, সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটি। তাও হারতে নারাজ হিজবুল্লাহ, প্রতিজ্ঞা করেছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের শেষ দেখে ছাড়ার।