ট্রেন লাইনে ঝুঁকি, কর্তৃপক্ষকে চিঠি দেয়ার দুই বছরেও হয়নি সমাধান
রেললাইনে পাথর নেই। মাটির নিচে দেবে গেছে স্লিপার। নেই ব্যালাস্টের কোন চিহ্ন। বগুড়া স্টেশনে এক নম্বর লুপলাইনের বেহাল অবস্থার কারণে ট্রেন চলাচল অনিরাপদ উল্লেখ করে প্রকৌশল বিভাগকে পত্র দেয়ার দুই বছর পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের।