চার কোটি টাকার রাবার ড্যাম অকেজো
কৃষি সেচ ব্যবস্থাপনায় কাজে আসছে না ফেনীর পরশুরামে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো। নেই সংস্কারের উদ্যোগ। কৃষি বিভাগ বলছে, ড্যামটি সচল করা গেলে উপকৃত হবে এই অঞ্চলের কৃষক। বাড়বে ফসলের উৎপাদন।