রোজা শুরু না হতেই চোখ রাঙাচ্ছে নিত্যপণ্যের বাজার। একদিনের ব্যবধানেই লাগাম ছাড়িয়েছে শসা, বেগুনসহ বেশিরভাগ সবজির দাম। আর সপ্তাহ না যেতেই দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে ১৮০ টাকা। দাম বাড়ার দৌঁড়ে আছে মুদিপণ্যও। দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতাদের প্রশ্ন, পুরো বিশ্বে রোযার মাসে নিত্যপণের দাম কমলেও কেন বিপরীত চিত্র বাংলাদেশে?