মার্কিন নির্বাচনের খরচ কত!
প্রতিবার নির্বাচনের মৌসুমে যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলার ব্যয় হয় প্রচারণার পেছনে। ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি বিলিওনিয়ারদের কাছ থেকে আসা এই অর্থ কোন কোন দেশের জিডিপির চেয়েও বেশি। চলতি বছর শুধু রাজনৈতিক বিজ্ঞাপনেই ব্যয় ছাড়াতে পারে ১ হাজার কোটি ডলার। রাজনীতিতে অর্থায়নে সরকারের স্বচ্ছতা নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান 'ওপেন সিক্রেটস' বলছে, যেকোনো বারের তুলনায় ২০২৪ সালের নির্বাচনে অর্থায়ন ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড।