আফ্রিকায় সন্ত্রাসী সংগঠন মোকাবেলায় যৌথ সামরিক বাহিনী গঠনের ঘোষণা
আফ্রিকার সাহিল অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন মোকাবেলায় একটি যৌথ সামরিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে মালি, বুরকিনা ফাসো ও নাইজার। মালির রাজধানী বামাকোতে অ্যালায়েন্স অব সাহেল স্টেটের উদ্যোগে দুইদিনব্যাপী সাহেল সম্মেলন থেকে এ ঘোষণা আসে। এ যৌথ সামরিক শক্তিতে থাকবে তিন দেশের পাঁচ হাজার সৈন্য, যাদের মূল লক্ষ্য হবে সাহেল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিক উন্নয়ন।