চীনের মেগাপ্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এসেছে নেপাল
যোগাযোগ অবকাঠামো উন্নয়নে এবার চীনের মেগাপ্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এসেছে নেপাল। এর মধ্যদিয়ে ল্যান্ডলক দেশ থেকে ল্যান্ড লিঙ্ক দেশে পরিণত হবে নেপাল। কাঠমান্ডুর এমন বন্ধুত্বে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের। কিন্তু এই উদ্যোগের বিরোধিতা করে নয়াদিল্লি বলছে, নেপালে চীনের অবকাঠামো প্রকল্প ভারতের জন্য হুমকি। পাশাপাশি চীনের ঋণ কূটনীতির চোরাবালিতে পড়ে যাচ্ছে নেপাল, যেখান থেকে বের হয়ে আসা কঠিন।