যুক্তরাষ্ট্র-রাশিয়া

ট্রাম্পের হুমকি মোকাবিলায় রাশিয়ার সাথে সম্পর্ক জোরালো করলো ইরান

যুক্তরাষ্ট্র-রাশিয়া সাপে-নেউলে সম্পর্ক হলেও, রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বারবার শোনা গেছে খোদ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেই। অন্যদিকে কট্টর ইরান বিরোধী নীতির জন্যও পরিচিত ট্রাম্প। এ অবস্থায় ট্রাম্পের হুমকি মোকাবিলায় মস্কোর সাথে সম্পর্ক আরও জোরালো করলো তেহরান। ট্রাম্প শপথ নেয়া আগে আগে, পারমাণবিক ও সামরিকসহ বিভিন্ন খাতে দুই দেশের ২০ বছরের কৌশলগত চুক্তির মধ্য দিয়ে ইরান এক ঢিলে দুই পাখি মারার কৌশলে এগুচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।