কোপা আমেরিকায় ফাইনালের টিকিটের দাম ১০ গুণ বেড়েছে
কোপা আমেরিকার ফাইনালের টিকিটের দাম বেড়েছে ১০ গুণ। সর্বনিম্ন দামের টিকিট কিনতেও ফুটবল ভক্তদের গুণতে হচ্ছে ২ হাজার ডলারের বেশি। ফাইনাল ম্যাচে মাঠে পায়ের জাদু দেখাবেন লিওনেল মেসি আর দর্শকদের সংগীতের সুরে মাতাবেন সঙ্গীতশিল্পী শাকিরা। অন্যদিকে ইউরোর টিকিটের দাম কোপার ধারে কাছেও নেই।