ইয়েমেনে হামলা সংক্রান্ত গোপন কথোপকথন ফাঁস হওয়া বিব্রতকর ঘটনার দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইক ওয়ালজ। যদিও তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো ক্লাসিফাইড তথ্য সেই চ্যাটে ফাঁস হয়নি। চ্যাটের কথোপকথন ফাঁস হওয়া ইস্যুতে প্রযুক্তিগত ত্রুটিকেই দোষারোপ করেন তিনি। যদিও এই ইস্যুতে মার্কিন আইন প্রণেতাদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।