ভোটের হাওয়া বইছে ময়মনসিংহে, উৎসবমুখর নির্বাচনি প্রচারণা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও নির্বাচনি প্রচারণার মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে নগরীর টাউনহল মোড় থেকে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মওলানা কামরুল হাসান এমরুল।