আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে আজ (সোমবার, ১১ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ধারায় ফিরলেও টাইগারদের চিন্তার কারণ মিডল অর্ডারে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা। সিরিজ জয় নিশ্চিত করতে হলে রপ্ত করতে হবে আফগানদের বৈচিত্র্যময় ম্পিনের সামলানোর কৌশলও। শারজায় আফগানিস্তান-বাংলাদেশের অঘোষিত ফাইনাল ম্যাচও হতে চলেছে এটি।