শরীয়তপুরে মৌলিক সুবিধাবঞ্চিত চরাঞ্চলের মানুষ
পদ্মা, মেঘনা, জয়ন্তী আর কীর্তিনাশা নদী বিধৌত জেলা শরীয়তপুর। নদীর বুক জুড়ে রয়েছে ছোট বড় অন্তত ২০টি চর। জেলার জনগোষ্ঠির ২৫ শতাংশই বাস করেন এসব চরে। বিচ্ছিন্ন এসব জনপদে বসবাসকারিদের জন্য নেই নূন্যতম নাগরিক সুবিধা।