ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যকারিতা; নামের ভার নাকি কাজের যৌক্তিকতা?
ক্রিকেটারদের কল্যাণে গঠন করা হলেও, বিপদে তাদের পাশে দাঁড়ানোর খুব বেশি নজির নেই কোয়াবের। আবার জাতীয় দল ও এর আশপাশের ক্রিকেটারদের বাইরে অন্যদের খোঁজও রাখে না সংগঠনটি। নামের ভারে ভারী হয়ে থাকা কোয়াব আসলেই কতটা ক্রিকেটারবান্ধব তা নিয়ে উঠছে প্রশ্ন।