আমদানি বাড়লেও পাহাড়তলী বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী
আমন ধানের ভরা মৌসুম আর আমদানি বাড়ার পরও চট্টগ্রামের পাহাড়তলী বাজারে এক সপ্তাহ ব্যবধানের প্রতি কেজি চালের দাম দুই থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ সংকট না থাকলেও বড় বড় মিল মালিক ও উত্তরবঙ্গের মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা কৃষকদের কাছ বেশি দামে ধান সংগ্রহ করার অজুহাত দেখিয়ে চালের দাম বাড়িয়ে দেযয়ায় বাজার ঊর্ধ্বমুখী বলছেন পাহাড়তলীর পাইকার এবং আড়তদাররা। পাশাপাশি লাইসেন্সবিহীন মজুদদারদেরও দুষছেন তারা।