পানগাঁও টার্মিনালের দায়িত্ব নিচ্ছে মেডলগ; লাভের আশা বন্দরের, শঙ্কা ব্যবহারকারীদের
জানুয়ারির প্রথম সপ্তাহেই কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার নিচ্ছে বিদেশি অপারেটর সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ। বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা নতুন ব্যবস্থাপনায় পুরোদমে চালু হবে এই টার্মিনাল, ফিরবে লাভের ধারায়। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন, কাস্টমসের হয়রানি, জাহাজ ভাড়া ও ব্যয় কমানো না গেলে বিদেশি অপারেটর আসলেও লাভ হবে না।